thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:৫৩:০৫
দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোরে ওই দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়।

গরু ব্যবসায়ীরা হলেন উপজেলার সুদকাবস্তী রত্নাই ঝাপরটলি গ্রামের ওয়াজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও শাহাবুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৩)।

বিজিবি সূত্র জানায়, বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার ৭-৮ সাবপিলার এলাকায় থেকে ওই দুই ব্যবসায়ীকে ভারতের বড়বিল্লাহ ১২১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিএসএফ সীমান্তের ওপার থেকেই তাদের আটক করে নিয়ে যায়। তাদের ছাড়িয়ে আনতে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/রা/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর