thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

২০১৩ ডিসেম্বর ০৯ ১৬:৪৫:২১
বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও সকালে দলীয় কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সকাল সোয়া ৮টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, ৮টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ৯টায় রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

দিবসটি যথাযোগ্য মর্যাদা ও সম্মানে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এইউএ/নূরু/এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর