thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভিডিও সম্প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী!

২০১৩ ডিসেম্বর ০৯ ১৬:৫৭:২৯
ভিডিও সম্প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী!

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠনের মতো বিএনপি নেতার পাঠানো ভিডিও গণমাধ্যমে সম্প্রচারের বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ প্রশ্ন তোলেন। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় বিএনপি নেতার অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণার বিষয়টি উঠে আসে। গোপনে পাঠানো এই ভিডিও গণমাধ্যমে প্রচার কতটা যৌক্তিক তা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা গ্রেফতার হওয়ার পর দলটির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমদ গোপন স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করছেন।

মন্ত্রিসভার ওই সূত্র আরো জানায়, বিরোধী দলের সহিংস কার্যক্রম দলীয়ভাবে মোকাবিলার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনকে নিয়ে সারাদেশে দলীয় কর্মসূচি আরো সক্রিয় করারও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ওই মন্ত্রী আরো বলেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়াতেও দলের নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।’

(দ্য রিপোট/আরএমএম/নূরু/এমসি/ এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর