thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মংলায় ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

২০১৩ ডিসেম্বর ০৯ ১৬:৫০:৩৩
মংলায় ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

বাগেরহাট সংবাদদাতা :বাগেরহাটের মংলায় নূর ইসলাম (২২) নামে এক ছাত্রদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শহরের কমলার মোড় এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নূর ইসলাম মংলা শহরের আফসার উদ্দিন সড়কের বাসিন্দা সাহেব আলী শেখের ছেলে।

সাহেব আলী শেখ জানান, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখে আসার সময় কমলার মোড়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকার হয় তার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘পৌর ছাত্রলীগের সদস্য সচিব সোহেল আরমান, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্রলীগ কর্মী রাসেল, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি লিটন হোসেন নিরব কমলার মোড়ে গতি রোধ করে ধাতব অস্ত্র দিয়ে নূরের মাথায় দুইটি কোপ দেয়। এ সময় সে মাটিতে পড়ে যায়। পরে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি তাকে পেটানো হয়। এক পর্যায়ে নূর জ্ঞান হারায়।’

তিনি জানান, এ সময় বাধা দিতে এলে অপর ছাত্রদল কর্মী মিজানুর রহমান টিটো (২২) তাদের এলোপাতাড়ি পিটুনির শিকার হয়। পরে এলকাবাসীর সহায়তায় তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নূর ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলেও তার বাবা জানান।

এ বিষয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এএস/নূরু/এনডিএস/ডিসেম্বর ০৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর