thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

ঘুড়ি চলচ্চিত্রের প্রদর্শনী মঙ্গলবার

২০১৩ ডিসেম্বর ০৯ ১৭:৫০:০১
ঘুড়ি চলচ্চিত্রের প্রদর্শনী মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার বিজয় টেলিভিশনে রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘুড়ি’। রূপাই মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুলফিকার হুসাইন সোহাগ।

চলচ্চিত্রে দেখা যাবে, ছকির আলী বাস্তুভিটা হারা এক যাযাবর, যার আশ্রয়স্থল রেললাইনের বস্তিতে। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন। ছকির আলী তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বানর খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে বড় দুই ছেলে ঠেলাগাড়ি চালায়। আর এক মাত্র মেয়ে কাগজ কুড়িয়ে তার শিক্ষা জীবনের মূল্যবান সময় পার করছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, অনটনের মধ্যে বেড়ে ওঠা অস্বচ্ছল এই পরিবারটি রেললাইনের উপর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করেও চোখের জলে তাদের শেষ আশ্রয়টি ভেঙ্গে ফেলে রওনা হয় অজানার উদ্দেশ্যে। যখন মনের অজান্তে বলতে ইচ্ছে করে- যদি দাও ছাড়িয়া, উড়িয়া উড়িয়া, যাবোগো পড়িয়া, কোন সে অজানায়। এভাবেই এগিয়ে চলে তাদের জীবনের গল্প।

এ প্রসঙ্গে পরিচালক সোহাগ বলেন, ‘বিশ্ব মানবাধিকার দিবসে ভিন্ন ধারার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকদের আকাঙ্ক্ষা পূরণ করতে চেষ্টা করেছি। চলচ্চিত্রটিতে বাস্তবতার চিত্র তুলে ধরেছি। আর সেই সঙ্গে বাস্তবতাকে আরও গাঢ় করার জন্য পরিচিত ছাড়াও কিছু অপরিচিত আর্টিস্টকে বেছে নিয়েছি।’

‘ঘুড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন দীন মোহাম্মদ দিনু, নিভা রানী, অনিম, সিমন্তী, রুবল লোদী, ইনসান আলি, সুজন জনী, এম আর নিলয়, তপন পাটোয়ারী, সরদার হামিদ প্রমুখ।

সমসাময়িক প্রেক্ষাপটের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি এবারের মানবাধিকার দিবসে দর্শক হৃদয়ে নাড়া দিতে পারবে এমনটি প্রত্যাশা করছে নির্মাতা প্রতিষ্ঠান রূপাই মিডিয়া।

(দ্য রিপোর্ট/আইএফ/নূরু/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর