thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

ইংল্যান্ডের জন্য আবহাওয়া আরেক দুশ্চিন্তা

২০১৩ ডিসেম্বর ০৯ ১৭:৫৮:০১
ইংল্যান্ডের জন্য আবহাওয়া আরেক দুশ্চিন্তা

দ্য রিপোর্ট ডেস্ক : দুশ্চিন্তার নাম ‘মরণ-গ্রুপ’; তার সঙ্গে যোগ হয়েছে গরম ও আর্দ্রতা৷ থাকছে ম্যালেরিয়ার ভয়ও। ফলে বিশ্বকাপের বিমানে ওঠার আগেই ইংল্যান্ড কোচ রয় হজসনের মাথায় রাজ্যের চিন্তা। এতগুলো চিন্তা নিয়ে বিশ্বকাপ ফুটবল মিশনে নামছেন ইংলিশ কোচ।

স্যাটেলাইটে ভালো সময় পেতে প্রথম ম্যাচের সময় পাল্টে ফেলায় আরও ঘোলাটে হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান৷ সময় ৩ ঘণ্টা এগিয়ে আনা হল টিভি সম্প্রচারের জন্য। তার ফলে রুনি-ল্যাম্পার্ডদের গরম ও বেশি আর্দ্রতার আমাজন অঞ্চলের স্টেডিয়ামে নামতে হবে বেশি গরমে৷ মোট ৪টি শহরে ৭টি ম্যাচের সময় পাল্টে দেয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপকে আলাদা করে ভাবা হচ্ছে। ইংল্যান্ডের প্রথম ম্যাচ ইতালির বিপক্ষে৷ যা ব্রাজিলীয় সময় রাত ৯টায়৷ ভারতীয় সময় ১৫ জুন সকাল সাড়ে ৬টা৷ ফিফা শনিবার রাতে ম্যাচটা ৩ ঘণ্টা এগিয়ে আনার ঘোষণা করেছে৷ যার মানে, খেলা শুরু হবে ভারতীয় সময় ১৪ জুন রাত সাড়ে ৩টায়৷ শুধু গরমই নয়, ইংল্যান্ড ওই শহরে নানা রকম শত্রুর খোঁজ পেতে শুরু করেছে৷ ইংল্যান্ডের একটি বিশেষজ্ঞ দল শনিবারই পৌঁছে গিয়েছে আমাজনের মানাউসে৷ জায়গাটার সুযোগ-সুবিধা এবং পরিকাঠামোর খোঁজখবর নিতে৷ এরই মধ্যে ইংল্যান্ডের এক ডাক্তার রুনিদের সতর্ক করেছেন ম্যালেরিয়া থেকে৷

ইংল্যান্ড কোচ রয় হজসন এবং ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন চেয়েছিল খেলাটা যতটা সম্ভব দেরিতে শুরু হোক৷ আমাজন অঞ্চলের শহর মানাউসে খেলা শুরুর পরিবর্তিত সময় সন্ধ্যা ৬টা৷ সেই সময় ওই অঞ্চলের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে ফেলবে৷ সে কারণেই ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন লবি তৈরিও করতে চেয়েছিল, মানাউসে না খেলার জন্য৷ শেষমেশ তা সফল হয়নি৷ ওখানেই প্রথম ম্যাচ খেলতে হবে৷ তার উপর সূচি ঘোষণার একদিন পরই ফিফা সময় পাল্টানোয় আরও বিপদে পড়েছে ইংল্যান্ড৷

ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজের এক ডাক্তার গ্রাহাম কুক, যিনি ট্রপিক্যাল ডিজিজ বিশেষজ্ঞ (নিরক্ষীয় অঞ্চলের রোগ বিশেষজ্ঞ), দাবি করেছেন ইংল্যান্ডের বড় শত্রু হয়ে দেখা দিতে পারে ম্যালেরিয়া৷ তার কথায়, ‘মানাউস নিরক্ষীয় রেনফরেস্ট অঞ্চল৷ যে সময়ে বিশ্বকাপ হবে, ওই সময়ে ব্রাজিলের উত্তর দিকে খুব ম্যালেরিয়া হয়৷ তাই সতর্ক থাকতে হবে৷’

খেলার বাইরেই যখন এত ফ্যাক্টর কাজ করছে ইংল্যান্ডের বিপক্ষে তখন মাঠের সমস্যাগুলো তুলে ধরেছেন সাবেক কোচ ফ্যাবিও কাপেলো৷ যিনি এই মুহূর্তে রাশান কোচ৷ তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের ফুটবলাররা মোটেই ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে না৷ মানাউসে খুব গরম থাকবে৷ ইংল্যান্ডের জন্য ভীষণ কঠিন হবে৷’

গরমের পাশাপাশি ইংল্যান্ডকে সামলাতে হবে ইতালি, উরুগুয়ে ও কোস্টারিকাকে৷ হজসন এখনই ভাবতে শুরু করেছেন তাই নিয়ে৷ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকান বিপক্ষ যে আমরা পাবই তা এক রকম চিন্তায় ছিলই৷ এ বার আমাদের বিশ্বকাপের আগে কয়েকটা ভালো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে৷’ তার আরও সংযোজন, ‘এ রকমই প্রতিপক্ষ খুঁজতে হবে যারা লাতিন আমেরিকান টিমের মতোই ছোট ছোট পাসে খেলে৷ টেকনিক্যালি ভালো ফুটবলার যাদের রয়েছে৷ যাতে টুর্নামেন্টে পৌঁছে এটা মনে না হয় যে আমরা তৈরিই নই৷’

বিশ্বকাপের ৭ ম্যাচের পরিবর্তিত সূচি (স্থানীয় সময়)

ইংল্যান্ড-ইতালি; ১৪ জুন রাত ৩-৩০

আইভরিকোস্ট-জাপান; ১৫ জুন সকাল ৬-৩০

ক্যামেরুন-ক্রোয়েশিয়া; ১৮ জুন রাত ৩-৩০

স্পেন-চিলি; ১৮ জুন রাত ১২-৩০

যুক্তরাষ্ট্র-পর্তুগাল; ২২ জুন রাত ৩-৩০

বেলজিয়াম-রাশিয়া; ২২ জুন রাত ৯-৩০

কোরিয়া-আলজিরিয়া; ২২ জুন, রাত ১২-৩০

(দ্য রিপোর্ট/এএস/নূরু/সিজি/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর