thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রকাশিত হলো দুই অ্যালবাম

২০১৩ ডিসেম্বর ০৯ ১৭:৫৫:২৫
প্রকাশিত হলো দুই অ্যালবাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে কণ্ঠশিল্পী অভীর তৃতীয় একক ‘এফএ সুমন ফিচারিং অভী’ এবং অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে কণ্ঠশিল্পী জয়ের একক অ্যালবাম ‘ময়ূরাক্ষীর জলে’ বাজারে এসেছে।

‘এফএ সুমন ফিচারিং অভী’ অ্যালবামে গান রয়েছে ৮টি। গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, রিজভী রহমান, সোহাগ ওয়াজিউল্লাহ, ইবু, এমিজান ও শহীদ খান। অ্যালবামটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফএ সুমন। গানের কথাগুলো হলো, সজনীর পোড়া মন, জোসনা বন্ধুরে, ভালোবাসা আমি তোরে চাই না, রাক্ষসী, যাইও না যাইও নারে বন্ধু, বন্ধু কি ও আসিবে ফিরিয়া।

‘ময়ূরাক্ষীর জলে’ অ্যালবামে গান রয়েছে ১০টি। সবগুলো গানের কথা লিখেছেন শিশুল খন্দকার। অ্যালবামে গানগুলোর শিরোনাম হলো আমার পৃথিবী তোমায় দিলাম, এখন তুমি কোথায় আছো, ও মেয়ে, তুমি ছাড়া কেউ নাই আমার, রাত যে আমার কাটেনা, তোমার বাড়ির পাশের বন্ধু, নন্দিনী, অন্তরেতে থাক যদি মাওলা রে, কি পিরিতি শিখাইলারে ও আমি বলি দূরে থাক।

(দ্য রিপোর্ট/আইএফ/নূরু/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর