thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘আস্থার সংকট পূর্বেও ছিল, এখনো আছে’

২০১৩ অক্টোবর ২৩ ২১:৫৫:০৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
‘আস্থার সংকট পূর্বেও ছিল, এখনো আছে’
দিরিপোর্ট২৪, প্রতিবেদক : ‘আমাদের মধ্যে পূর্বেও আস্থার সংকট ছিল, এখনো আছে। কিন্তু জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমাদের দুই দলকে অবশ্যই একত্রে কাজ করতে হবে। আমি জানি প্রধানমন্ত্রী জনগণের চাওয়াগুলো বুঝতে পারেন। তাই আশা করবো তিনি জনগণের এই আশাও পূরণ করবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বুধবার সংসদের চলতি অধিবেশনে এই কথা বলেন।

তিনি বলেন, পার্লামেন্টে বিতর্ক হয়, বিতর্কের পর ভোট হয়। কিন্তু পার্লামেন্ট আলোচনার স্থান নয়। আমরা যদি সমাধান চাই তাহলে সংসদের বাইরে এসে আলোচনা করে তারপর সংসদে এসে টেবিল চাপরাই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরার সময় আওয়ামী নেতাদের বিভিন্ন কটুক্তিকর অঙ্গভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, এমন অঙ্গভঙ্গি সিনিয়র মন্ত্রীদের মানায় না। আমি কখনো কারো বক্তব্যের সময় এমন অঙ্গভঙ্গি করিনি। তাই কেউ যেন এমন আচরণ আর না করেন সেজন্য তিনি স্পিকারের নিকট আহ্বান জানান।

(দিরিপোর্ট২৪/রিজভী/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর