thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চাটমোহরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৯ ১৮:২১:০১
চাটমোহরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ী গ্রাম থেকে সোমবার দুপুরে ওসমান আলী বিশ্বাস (৬৬) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃদ্ধ ওসমান আলী উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ী গ্রামের মৃত সায়েতুল্লাহ বিশ্বাসের ছেলে। পারিবারিক কলহে ওসমান কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করেছে।

ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য বেড়িয়ে আসবে।

এ ব্যাপারে মৃত ওসমান বিশ্বাসের নাতি সবুজ হোসেন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় নিহতের ছেলেসহ ৪ জনকে আসামি করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৫। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএইচএম/নূরু/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর