thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মিমের চলচ্চিত্র শেষ হবে কবে?

২০১৩ ডিসেম্বর ০৯ ১৮:১৯:৩৯
মিমের চলচ্চিত্র শেষ হবে কবে?

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১২ সালের ২১ নভেম্বর মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছিল লাক্স তারকা বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের শুটিং। এক বছর পার হয়ে গেলেও এখনো শেষ হয়নি চলচ্চিত্রটির কাজ।

তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি নিয়ে এরই মধ্যে মিডিয়া অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। আদৌ চলচ্চিত্রটি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এ সম্পর্কে মিমের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি।

তবে পরিচালক বলেন, ‘আমি বর্তমানে রান আউট চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। কিছু দৃশ্য ও গানের কাজ বাকি আছে। জানুয়ারি মাসে আবারো শুটিং শুরু করার সম্ভাবনা আছে। ডিসেম্বরের শেষ দিকে সম্পাদনা শুরু হবে।’

ট্রাইপড স্টুডিওর প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান। শিল্প নির্দেশক হিসেবে আছেন স্থপতি মাহবুব এইচ খান। নৃত্য পরিচালনা করছেন বলিউডের প্রতাপ ও হারিছ। সঙ্গীত পরিচালনায় আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, অর্ণব, শিরোনামহীন, চিরকুট এবং অদিত।

বিদ্যা সিনহা মিম ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, চিত্রলেখা গুহ, মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি প্রমুখ।

(দ্য রিপোর্ট/আইএফ/নূরু/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর