thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘বালিতে হংকং সম্মেলনের চেয়ে বেশি কিছু অর্জন হয়নি’

২০১৩ ডিসেম্বর ০৯ ১৮:৪০:০৬
‘বালিতে হংকং সম্মেলনের চেয়ে বেশি কিছু অর্জন হয়নি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুল্ক ও কোটামুক্ত ইস্যুতে বিশ্ববাণিজ্য সংস্থার বালি সম্মেলনে হংকং সম্মেলনের চেয়ে বেশি কিছু অর্জন হয়নি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এছাড়া বালি সম্মেলনের প্রস্তাব অনুযায়ী তুলার ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করা হলে বাংলাদেশসহ তুলা আমদানিকারক দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে সেমাববার বিকেলে বিশ্ববাণিজ্য অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এ মন্তব্য করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধার আওতায় কোন কোন পণ্য থাকবে তা স্পষ্ট করা হচ্ছে না। তবে দোহা রাউন্ডের আলোচনা শেষ হলে বোঝা যাবে কবে তা বাস্তবায়ন হবে। এছাড়া ভারতের প্রবল আপত্তির মুখে খাদ্য মজুদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ডব্লিউটিও। এর ফলে আগামী ৪ বছর পর্যন্ত ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশগুলো খাদ্য মজুদের সময় পাবে। তবে কোনো দেশ যদি অযাচিতভাবে খাদ্য মজুদ করে বিশ্বে খাদ্যসঙ্কট সৃষ্টি করে তাহলে ডব্লিউটিও’র কাছে অভিযোগ করা যাবে । কিন্তু কোনো আইনি প্রতিকার পাওয়া যাবে না।

(দ্য রিপোর্ট/এআই/নূরু/এনডিএস/ডিসেম্বর ০৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর