thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

৪ যুগ্মসচিব ওএসডি

২০১৩ ডিসেম্বর ০৯ ১৯:৪৪:২৩
৪ যুগ্মসচিব ওএসডি

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনের চারজন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে আদেশ জারি করা হয়।

ওএসডি হওয়া যুগ্ম সচিবরা হলেন- উফশী পাট ও পাটবীজ উন্নয়ন প্রকল্পের পরিচালক দেলওয়ার হোসেন, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালেল সদস্য (যুগ্মসচিব) বিনয় ভূষণ তালুকদার, আইএমইডির মহাপরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মো. হায়দার আলী এবং পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত যুগ্মসচিব মো. নুরুল হুদা।

একই আদেশে সংসদ সচিবালয়ে ন্যস্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব মুন্সী সফিউল হককে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আলাদা আদেশে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) কেএম রুহুল আমিনকে ভূমি সংস্কার বোর্ড ঢাকা উপ-ভূমি সংস্কার কমিশনার এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক (উপসচিব) নাসরিন খোরাসানীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

(দ্য রিপোট/আরএমএম/নূরু/এনডিএস/ডিসেম্বর ০৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর