thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মায়ের জন্য দোয়া চেয়েছেন রিমি

জোহরা তাজউদ্দিনের শারীরিক উন্নতি

২০১৩ ডিসেম্বর ০৯ ১৯:২৭:৩১
জোহরা তাজউদ্দিনের শারীরিক উন্নতি

বাহরাম খান, দ্য রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১ নম্বর সদস্য জোহরা তাজউদ্দিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দিল্লিতে অবস্থানকারী তার মেয়ে সিমিন হোসেন রিমি এমপির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি দ্য রিপোর্টকে এ কথা জানান।

সিমিন হোসেন জানান, ‘সোমবার বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। বর্তমানে মাকে আইসিইউ’র ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাই।’

তিনি বলেন, ‘আমরা গত মাসের ২৭ নভেম্বর চিকিৎসার উদ্দেশে দিল্লি আসি। সফল একটি অস্ত্রোপচার হয়েছে। সবকিছুই ভালোই চলছিল। হঠাৎ চার ডিসেম্বর শ্বাস কষ্ট হয়। ছয় ডিসেম্বর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল। এখন আগের থেকে ভালো।’

দ্য রিপোর্টের এ প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে আলাপকালে সিমিন হোসেন বলেন, ‘১১ ডিসেম্বর আমাদের দেশে ফেরার কথা ছিল। টিকেটও প্রস্তুত ছিল। এখন সবকিছু বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, জোহরা তাজউদ্দিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিনী। পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের রাজনীতি সচল রাখতে জোহরা তাজউদ্দিনের ভূমিকা অনস্বীকার্য।

(দ্য রিপোর্ট/বিকে/নূরু/এনডিএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর