thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ব্যালন ডি’ওর সব কিছু নয় : রোনালদো

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:০৩:৩৪
ব্যালন ডি’ওর সব কিছু নয় : রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছর কোন ফুটবলারের মাথায় উঠছে ব্যালন ডি’ওরের মুকুট। এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা আর জল্পনা-কল্পনা। তাতে কান দিচ্ছেন না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মতে, পুরস্কার জেতাই সবকিছু নয়।

২০০৮ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা জয়ের বছর ব্যালন ডি’ওরের পুরস্কার জিতেছিলেন রোনালদো। ওই একবারই তার হাতে উঠেছে ফিফা বর্ষসেরার অ্যাওয়ার্ড। এরপর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পারফর্মের ছায়ায় ঢাকা পড়েছেন তিনি। টানা ৪ বার অ্যাওয়ার্ড জিতেছেন মেসি। আর প্রতিবারই দ্বিতীয় রোনালদো।

অনেকে বলছেন এ বছর পুরস্কার জিততে পারেন রোনালদো। এ নিয়ে খুব বেশি চিন্তা-ভাবনা করছেন না পর্তুগিজ উইঙ্গার। বলেছেন, ‘একজন ফুটবলারের ক্যারিয়ারে ব্যালন ডি’ওরই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আরও অনেক বছর রয়েছে। এটা একেবারে ব্যক্তিগত পুরস্কার। আমি বুঝতে পারছি যদিও অনেক খেলোয়াড়ের কাছে তা গুরুত্বপূর্ণ। আর এটা জেতা সত্যিই আনন্দের।’

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে সুখে রয়েছেন রোনালদো। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ২০১৮ সাল পর্যন্ত। সান্তিয়াগো বার্নাব্যুতে যে কোনো ধরনের সমস্যায় নেই- এ কথা নিজেই স্বীকার করেছেন। বলেছেন, ‘এটা আমার বাড়ি। আমার যা প্রয়োজন সবকিছু রয়েছে এখানে। ক্লাবের স্টাফ ও সমর্থকদের ভালোবাসি আমি। এজন্য চুক্তি নবায়ন করেছি। জানি না, এখানে ক্যারিয়ার শেষ করতে পারবো কিনা! সব মিলিয়ে সুখে আছি আমি।’

(দ্য রিপোর্ট/সিজি/নূরু/এএস/ডিসেম্বর ৯ ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর