thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

হল অব ফেমে ওয়াকার-গিলক্রিস্ট

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:০৩:০৩
হল অব ফেমে ওয়াকার-গিলক্রিস্ট

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে যুক্ত হচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ওয়াকার ইউনিসের আগে ওই কৌলিন্যের স্পর্শ পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ ও সাবেক পেসার ওয়াসিম আকরাম। আর অস্ট্রেলিয়ার ১৯তম ক্রিকেটার হিসেবে হল অব ফেমে এবার গিলক্রিস্ট।

অবসর নেওয়ার পর টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার। ক্যারিয়ারে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট এবং ২৬২টি ওয়ানডেতে নিয়েছেন ৪১৬ উইকেট। ২০০৩ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাবেক এই পেসার।

এই সম্মানে ‍ভূষিত হওয়ার পর ৪২ বছর বয়সী ওয়াকার বলেছেন, ‘এটা আমার জন্য খুবই বড় অর্জন। যারা আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য বিবেচনা করেছেন তাদের কাছে কতৃজ্ঞ আমি।’

(দ্য রিপোর্ট/সিজি/নূরু/এএস/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর