thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দীর্ঘদিন পর জনসম্মুখে ফখরুল-মোশাররফ

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:০৬:৪৮
দীর্ঘদিন পর জনসম্মুখে ফখরুল-মোশাররফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুক।

সোমবার রাত ৭টা ৪০ মিনিটে মির্জা ফখরুল চেয়ারপারসনের গুলশানের বাসভবনে আসেন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলে এক দৌড়ে চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন।

এর আগে সোমবার রাত ৭টা ২৬ মিনিটে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন খোন্দকার মোশাররফ হোসেন। তিনি ঢাকা মেট্রো গ-১৯৩৫৩৫ নম্বরের একটি সাদা প্রাইভেটকারে আসেন। এর কিছুক্ষণ আগে চেয়ারপারসনের বাসভবনে আসেন ওসমান ফারুক। নজরুল ইসলাম খান আসেন রাত ৭টা ৩৩ মিনিটে।

উল্লেখ্য, শাহবাগে বাসে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৬ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, মহানগর নেতা সালাউদ্দিন আহমেদ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা জুয়েল ভূ্ইঁয়া, ওবায়দুল হক নাসির, মাহিদুল ইসলাম হিরু, মাসুদ রানা, হুমায়ুন কবির, সাইফুল আলম নিরব, মামুন হাসান এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মামলা হয়।

পরিকল্পিতভাবে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে শুক্রবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার পর বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর রাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাদেক হোসেন খোকাকে।

(দ্য রিপোর্ট/এমএইচ-টিএস/নূরু/শাহ/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর