thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

দ্বিতীয় ম্যাচে জিয়ার ড্র

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:০৯:৪৯
দ্বিতীয় ম্যাচে জিয়ার ড্র

দ্য রিপোর্ট প্রতিবেদক : পঞ্চম লন্ডন চেস ক্লাসিক্যাল ফিদে ওপেন দাবার দ্বিতীয় রাউন্ড শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২ খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন।

যুক্তরাজ্যের লন্ডনের কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে দ্বিতীয় রাউন্ডে জিয়া নরওয়ের ফিদে মাস্টার স্টাইগার পিট্টারের সঙ্গে ড্র করেছেন।

এদিকে ভারতের কলকাতা শহরে অনুষ্ঠানরত শ্রেই আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবার পঞ্চম রাউন্ড শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৪ ম্যাচে ৩ পয়েন্ট, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী আড়াই পয়েন্ট, যোয়ার হক প্রধান ২ পয়েন্ট, তিতাসের মোহাম্ম শরীফ হোসেন দেড় পয়েন্ট, সায়মন সিদ্দিকুর রহমান ১ পয়েন্ট এবং সাইদুল ইসলাম মাসুম আধা পয়েন্ট অর্জন করেছেন। সাজ্জাদ কিশোর কোনো পয়েন্ট পাননি।

পঞ্চম রাউন্ডে নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার অনুরাগ মহামালের কাছে হেরেছেন। দেবরাজ ভারতের পড়কে সোহানকে ও যোয়ার ভারতেরর অর্জুনকে পরাজিত করেছেন। শরীফ ভারতের এস, হারিনির সঙ্গে ড্র করেছেন। মাসুম ভারতের রাম এস, কৃষ্ণানের কাছে, সায়মন ভারতের গেনেশ বাবুর ও সাজ্জাদ ভারতের মিত্রভা গুহর কাছে হেরেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/সিজি/ডিসেম্বর ৯,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর