thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

আইসিসির চিঠি; চলে যাচ্ছে উইন্ডিজ

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:৩৯:৩২
আইসিসির চিঠি; চলে যাচ্ছে উইন্ডিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ যুব দল মঙ্গলবার সফর বাতিল করে ফিরে যাচ্ছে। কারণ হিসেবে তারা চলমান রাজনৈতিক সঙ্কট; অজারক পরিস্থিতির কথা উল্লেখ করেছে। ফলে আইসিসি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

সোমবার এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইসিসি থেকে আমাদের কাছে বর্তমান পরিস্থিতির আপডেট জানতে চেয়েছে। বিষয়গুলো আমরা তাদের জানিয়েছি।’

উইন্ডিজ যুব দলের নিরাপত্তার কমতি ছিল না, সেই কথা জানিয়েছেন সুজন। বলেছেন, ‘আমরা আপডেট দিয়েছিলাম। ওরা আমাদের আগে প্রেস রিলিজ দিয়েছে। ওরা সন্তুষ্ট। পরবর্তীতে আমরাও অফিসিয়ালি একটা আপডেট দিয়েছিলাম যে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একটা জাতীয় দলের চেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ নিয়ে সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেছেন, ‘একজন বোর্ড পরিচালক এবং ঢাকা থেকে ফাহিম ভাইরা (নুরুল আবেদীন ফাহিম) গেলেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীতে তাদের বোর্ড থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়; তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। আমার ধারণা; হয়তো আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন রিপোর্ট দেখেই তারা সিদ্ধান্ত পাল্টিয়েছে।’

কখন আপনারা জেনেছেন ওরা চলে যেতে চায়, এর উত্তরে সুজন জানিয়েছেন, ‘ই-মেইলের মাধ্যমে সোমবার সকালে জানিয়েছে।’ তবে সর্বশেষ তথ্য, মঙ্গলবার দুপুরেই ওয়েস্ট ইন্ডিজ দল চলে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের চলে যাওয়ায় অনেক বিপত্তি দেখা দিতে পারে; এর জবাবে সুজন বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে; তা আমরা আগেই বলেছি, এটা বিচ্ছিন্ন ঘটনা। যেহেতু অবস্থা এমন না; যে চলে যেতে হবে। কিন্তু ওদের যে নিরাপত্তা রিপোর্ট; সেগুলো হয়তো এভাবে বলছে না। যেহেতু অনূর্ধ্ব-১৯ দল তাই ওরা হয়তো ওমন সিদ্ধান্ত নিয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজ যুব দলকে নিয়ে এমন সিদ্ধান্তে এখন পুরো ক্রিকেট বিশ্বই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ভাববে। দেশের যে চলমান পরিস্থিতি চলতে থাকলে আর একমাস পর যে শ্রীলঙ্কা বাংলাদেশে আসার কথা; তা নিয়েও সমস্যা শুরু হয়ে যেতে পারে।

রাজনৈতিক বাস্তবতা এড়িয়ে চলার সুযোগ নেই বিসিবির। তবে বিষয়টি সাময়িক। অচিরেই রাজনৈতিক সমাধান আসছে। হয়তো নির্বাচনও হয়ে যাবে। বিশ্বকাপ শুরু হতে এখনো ৩ মাস বাকি। আশা করা যায়, শ্রীলঙ্কা আসার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। ফলে সেই সময়ের ওই ধরনের কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। বিসিবি থেকে আইসিসিকে শেষ আপডেটে তেমনটাই জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/নূরু/এএস/সিজি/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর