thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাঁথিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:৫৫:৫৮
সাঁথিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার রামকান্তপুর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বকুল হোসেন (৩২)।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। নিহত বকুল সাঁথিয়া উপজেলার ধুলাউড়ী ইউনিয়নের পাইকশা গ্রামের আবদুস সামাদের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকুল একজন ব্যবসায়ী ছিলেন। ধুলাউড়ী বাজারে তার শ্যালো ইঞ্জিন পার্টসের দোকান রয়েছে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চরমপন্থিরা এ হত্যায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বকুল ধুলাউড়ী বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রামকান্তপুর গোরস্থানের পশ্চিম পাশে ফাঁকা মাঠে পৌঁছালে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর