thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

মান্না দে আর নেই

২০১৩ অক্টোবর ২৪ ০৮:২০:৫৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
মান্না দে আর নেই
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে আর নেই। বৃহস্পতিবার ভোরে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবর এনডিটিভির।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগ, শ্বাসতন্ত্র ও মুত্রাশয়ের সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতে তার অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

১৯১৯ সালে জন্মগ্রহণ করা মান্না দে’র আসল নাম প্রবোধ চন্দ্র দে। তবে মান্না দে ডাকনামেই খ্যাতি লাভ করেন তিনি।

১৯৪৩ সালে ‘তামান্না’ ছবিতে প্লেব্যাক দিয়ে ক্যারিয়ার শুরু করা মান্না এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ শীর্ষক বিখ্যাত গানের এই গায়ক বাংলা, হিন্দি, আসামি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরিসহ বিভিন্ন ভাষায় অনেক জনপ্রিয় ও বিখ্যাত গান গেয়েছেন।

পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

তার দুই মেয়ে সুরমা ও সুমিতা। স্ত্রী সুলোচনা গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

(জেএম/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর