thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

সংবর্ধনা পেলেন সিদ্দিকুর

২০১৩ ডিসেম্বর ০৯ ২০:৫৯:৫৫
সংবর্ধনা পেলেন সিদ্দিকুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্বকাপসহ টানা ৫টি প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। সোমবার সকালে সেনাপ্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার সঙ্গে সাক্ষাত করেছেন তিনি । পরে কুর্মিটোলা গলফ ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সিদ্দিকুর।

অনুষ্ঠানে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম ও কুর্মিটোলা গলফ ক্লাবের অপারেশন্স অ্যান্ড স্পোর্টস ম্যানেজার মেজর মোহাম্মদ শাহজাহান হোসেন। এ সময় ক্লাবের প্রধান রেফারি জুলফিকার রহমান রানাসহ আর অ্যান্ড বি ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণার্থী এবং পেশাদার গলফাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিদ্দিকুর বলেছেন, ‘সেনাপ্রধানের সঙ্গে কুশল বিনিময় হয়েছে। আসলে পুরোপুরি ঘরোয়াভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/সিজি/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর