thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:০২:৪৪
পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

পাবনা সংবাদদাতা : পাবনার আটঘরিয়া উপজেলার পরানপুর চক-চৌকিবাড়ী দাখিল মাদ্রাসার কাছে এক চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আরশেদ আলী সরদার (৪০)।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে।নিহত আরশেদ আলী উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত আক্কাস আলী সরদার ওরফে আকাই সরদারের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আরশেদ চরমপন্থি সংগঠন ‘নকশাল’ গ্রুপের সদস্য ছিল। ইতোপূর্বে তাকে গ্রেফতারও করা হয়েছিল। তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা পারে বলে ধারণা করেন তিনি।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় একদন্ত হাট থেকে বাড়ি ফিরছিলেন আরশেদ আলী। পথিমধ্যে পরানপুর চক-চৌকিবাড়ী দাখিল মাদ্রাসার কাছে দু’টি মোটরসাইকেলে করে সশস্ত্র সন্ত্রাসীরা তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর