thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

তিন বছর পর পাকিস্তানে পেন্টাগন প্রধান

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:০২:৩৪
তিন বছর পর পাকিস্তানে পেন্টাগন প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক : প্রায় তিন বছর পর পাকিস্তান সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলে। পাকিস্তানের ভূখণ্ডে বিতর্কিত ড্রোন হামলা ও আফগানিস্তান প্রসঙ্গে পাকিস্তানের ভূমিকার বিষয়ে আলোচনা করতে এ সফরে এসেছেন হেগেল। খবর আল জাজিরার।

এর আগে সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে তৎকালীন পেন্টাগন প্রধান রবার্ট গেটস পাকিস্তান সফরে এসেছিলেন।

এ সফর উপলক্ষে সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন চাক হেগেলে। বৈঠকে উভয়পক্ষই দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গত কয়েকমাস যাবৎ পাকিস্তানের সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছিল।

তবে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

হেগেলের এ সফরের পূর্বে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জনিয়েছিলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ব্যাপক সহায়তার স্বীকৃতি দিতেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআইএম/নূরু/এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর