thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

সুদূরপ্রসারী প্রভাব পড়বে না : বিসিবি সভাপতি

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:১০:০০
সুদূরপ্রসারী প্রভাব পড়বে না : বিসিবি সভাপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়ে মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। এমন ঘটনা দেশের ক্রিকেটে আগামীর পথ কঠিন করে দিতে পারে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেই
ধারণা যেন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ক্রিকেটে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে না।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে বিসিবি সভাপতি বলেছেন, ‘আশা করছি টোয়েন্টি২০ বিশ্বকাপ শুরুর আগে আমাদের দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। এই অবস্থার সমাধান না হলে খেলাধূলা কেন, কোনো কিছুই চলতে পারে না। মার্চ পর্যন্ত এভাবে থাকতে পারে না।’

তিনি আরো যোগ করেছেন, ‘টোয়েন্টি২০ বিশ্বকাপ নিয়ে আমি চিন্তিত নই। তার আগে ভাবতে হচ্ছে এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। যদি যৌক্তিকতা থাকে তাহলে নাই হতে পারে খেলা। এই একটা খেলা (অনূর্ধ্ব-১৯) খেলাতে গিয়ে সামনের গুরুত্বপূর্ণ খেলাগুলোকে হুমকির মুখে ফেলতে চাই না।’
সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশে। চট্টগ্রামে প্রথম ৩টি ওয়ানডে হওয়ার কথা থাকলেও একটি মাত্র ম্যাচের পরই সিরিজ থেমে গেছে। রবিবার দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও ক্যারিবীয়দের থাকার হোটেলের সামনে আগের দিন দুটি ককটেল বিস্ফোরণ ঘটার পর নিরাপত্তার অজুহাতে আর খেলতে রাজি হয়নি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যস্থতায় সোমবার খেলতে রাজিও হয় ক্যারিবীয় যুবদলের ম্যানেজমেন্ট। কিন্তু অবরোধ কর্মসূচির মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) নিরাপত্তা ইউনিট জানিয়ে দেয়
পরিস্থিতির কথা। এরপর ডব্লিউআইসিবি থেকে বিসিবির কাছে মেইলে জানানো হয় আর সিরিজ খেলা সম্ভব।

আগামীতে বাংলাদেশে টোয়েন্টি২০ বিশ্বকাপ ছাড়াও বেশকিছু আন্তর্জাতিক ক্রিকেট আছে। এ সময় ক্যারিবীয় যুবদলের নিরাপত্তাজনিত কারণে চলে যাওয়াটা দেশের ক্রিকেটের জন্য নেতিবাচক। ওয়েস্ট ইন্ডিজ যুবদলের খেলতে না চাওয়ার বিষয়টি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও জানে। এমন পরিস্থিতিতে পাপন কোনো শঙ্কা দেখছেন না! এরপর কোনো প্রভাব দেখছেন না।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/ডিসেম্বর ৯,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর