thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

তালায় বিএনপি নেতার ওপর বোমা নিক্ষেপ

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:১৪:৩২
তালায় বিএনপি নেতার ওপর বোমা নিক্ষেপ

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আহম্মেদের ওপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

খলিষখালী নতুন বাজার এলাকায় সোমবার রাত সোয়া ৯টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, নূর আহম্মেদ দলুয়া বাজার থেকে মোটরসাইকেলে তার বাড়ি ফিরছিলেন।খলিষখালী নতুন বাজার এলাকায় পৌঁছলে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পায়ে লাগে। এতে তার বাম পা ক্ষত-বিক্ষত হয়।

তবে কারা বা কী কারণে তার ওপর বোমা হামলা করেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/ডিসেম্বর ০৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর