thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঢাবি ছাত্র নিখোঁজ

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:২৮:১৬
ঢাবি ছাত্র নিখোঁজ

ঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের এক ছাত্র গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। জিয়াউর রহমান শাহীন নামের ওই ছাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

শাহীন কক্সবাজারের পেকুয়া থানার পাকুরিয়া গ্রামের নুরুল আলমের ছেলে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি জিডি (৬২৮) করেছেন শাহীনের রুমমেট তৌহিদুল মোস্তফা।

তৌহিদুল মোস্তফা বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমি আর শাহীন এক সঙ্গে বের হই। শাহীন শেওড়াপাড়া এক বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।’

শাহীনের গ্রামের বাড়ি ও সব আত্মীয়-স্বজনের বাসায় যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তৌহিদুল।

শাহীনের ছোট ভাই মাহমুদুল করিম জানান, শাহীনের সঙ্গে তার বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বশেষ কথা হয়েছিল। শাহীন কোনো রাজনীতির সঙ্গে জাড়িত নয় বলেও জানান মাহমুদ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, ‘জিডির কপি পেয়েছি। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।’

(দ্য রিপোট/জেএইচ/এআইএম/এনডিএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর