thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কাদের মোল্লার ফাঁসি নিয়ে মোবাইলে গুঞ্জন

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:৫৬:২৪
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মোবাইলে গুঞ্জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি আজ রাতে কার্যকর হচ্ছে। সরকার এ রায় কার্যকর করবে।’ এমন একটি ক্ষুদে বার্তা সোমবার বিভিন্ন ব্যক্তির মোবাইলে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন ব্যক্তির মোবাইলে পাঠাচ্ছে- আমাদের কাছে এ ধরনের তথ্য এসেছে। এ ক্ষুদে বার্তাটি কল্পকাহিনী মাত্র।’

জনগণকে মনিরুল ইসলাম এই গুজবে কান না দেওয়ার আহবান জানান।

তিনি বলেন, ‘জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের লোকজন এটা ঘটাচ্ছে।’

(দ্য রিপোর্ট/কেজেএন/এইচএস/এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর