thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিঙ্গাপুরে সংঘর্ষে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

২০১৩ ডিসেম্বর ০৯ ২২:০২:২২
সিঙ্গাপুরে সংঘর্ষে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক : সিঙ্গাপুরে সংঘর্ষে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্রভাবে বিচারের সম্মুখীন করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি জিয়ান লোঞ্জ। রাজধানী সিঙ্গাপুর সিটিতে রবিবার রাতে সংঘটিত ওই সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হন। খবর আল জাজিরার।

এ সংঘর্ষকে সিঙ্গাপুরের ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা হিসেবে উল্লেখ করে সোমবার প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের চিহ্নিত করতে সরকার কোন চেষ্টাই বাকি রাখবে না। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ আইনী ক্ষমতা প্রয়োগ করা হবে।

এর আগে রবিবার রাতে এক সড়ক দুর্ঘটনার জের ধরে প্রায় ৪’শ দক্ষিণ এশিয় শ্রমিক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বেশকিছু সংখ্যক যানবাহনে অগ্নিসংযোগ করে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, লিটল ইন্ডিয়া জেলার নিকটে ৩৩ বছর বয়সী এক ভারতীয় একটি গাড়ির ধাক্কায় নিহত হলে এ সংঘর্ষের শুরু হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য, চার জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী, এক বাস চালক ও তার সহকারী রয়েছেন। এ ঘটনায় জড়িত ২৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৪ জন ভারতীয়, দুই জন বাংলাদেশি ও একজন সিঙ্গাপুরিয়ান রয়েছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা

সিঙ্গাপুরের আইনানুসারে সংহিসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যূদণ্ড ও সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য লিটল ইন্ডিয়া এলাকায় সাধারণ সিঙ্গাপুরে কর্মরত ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলংকান শ্রমিকরা বাস করেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর