thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

‘চিন্তা ও বিবেকের দুর্নীতিই বড় দুর্নীতি’

২০১৩ ডিসেম্বর ০৯ ২২:৪২:১৩
‘চিন্তা ও বিবেকের দুর্নীতিই বড় দুর্নীতি’

ঢাবি প্রতিবেদক : চিন্তা ও বিবেকের দুর্নীতিকেই সবচেয়ে বড় দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ‘দুর্নীতি বলতে কেবল অসদুপায়ে কিছু টাকা পয়সা বা ধন সম্পদ অর্জনকেই বুঝায় না, চিন্তা ও বিবেকের দুর্নীতিই হলো সবচেয়ে বড় দুর্নীতি। তাই চিন্তা চেতনায় কখনো দুর্নীতিকে আশ্রয় দেওয়া যাবে না।’

ঢাবির চারুকলা অনুষদে সোমবার বিকেলে টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) আয়োজিত এক দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরেফিন সিদ্দিক বলেন, ‘যার মাঝে শিক্ষার আলো আছে, যার বিবেক সদা জাগ্রত তিনি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারেন না। তাই কোনো সভ্য সমাজে দুর্নীতি থাকতে পারে না।’

উপাচার্য বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে একজন যুদ্ধাপরাধীর ফাঁসি যখন কার্যকর হওয়ার পথে তখন একটি দল আজকের এ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে হরতাল আহ্বান করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত।’

এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরসহ দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে টিআইবির কার্টুন প্রদর্শনী প্রতিযোগিতার জুড়ি বোর্ডের সদস্য এবং ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এ বছর দুর্নীতি সূচকে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে তা এ দেশের তরুণদের জন্যই হয়েছে। আমাদের প্রজন্ম যখন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তখন তরুণরাই এগিয়ে আসেন তা প্রতিরোধে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘তরুণ প্রজন্ম যদি দুর্নীতির বিরুদ্ধে সদা সোচ্চার থাকেন তবে তার জীবদ্দশায়ই তিনি দেখে যেতে পারবেন দুর্নীতি সূচকে বাংলাদেশ সবার উপরে থাকবে।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারাক আলভী, বিশিষ্ট কার্টুনিস্ট ও জুরি বোর্ডের অন্যতম সদস্য আহসান হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রদর্শীতে অংশগ্রহণকারী সেরা কার্টুনিস্টদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

দুটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ‘ক’ গ্রুপের(বয়স:১৩-১৮) ‘খ’ গ্রুপে(বয়স: ১৯-৩৫) মোট ছয়জনকে ‍পুরস্কৃত করা হয়। এ ছাড়া ‘ক’ গ্রুপে ১০ জন ও ‘খ’ গ্রুপে ২৩ জন প্রতিযোগী মনোনয়ন পান।

‘ক’গ্রুপে পুরস্কার প্রাপ্তরা হলেন- মমিতুর রহমান মোশনা(১৮), মো. নাইমুর রহমান (১৮) ও সারা ইউসুফ বৃষ্টি এবং ‘খ’ গ্রুপে পুরস্কার প্রাপ্তরা হলেন- আরাফাত করিম, মেহেদী উল্যাহ ও গোলাম উল্যাহ নিশান।

১২৯ প্রতিযোগীর ৩১৩টি কার্টুন প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর