thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বগুড়ায় কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১০ ০১:১৮:৪৩
বগুড়ায় কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জিয়া উদ্দীন জাকারিয়া (৪০) নামে এক কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে । তারা পালিয়ে যাওয়ার সময় আরও ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কাফী(৩২) নামে এক হোটেলশ্রমিক আহত হন।

সদর থানা থেকে ১ শ’ গজ দূরে ১নং রেলগেট এলাকায় সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। শিক্ষক জিয়া উদ্দীন জাকারিয়া শেরপুর ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক। তিনি শিববাটি এলাকার মরহুম ইদ্রিস আলীর একমাত্র ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. ফয়জুর রহমান এ বিষয়ে বলেন, ‘সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চকযাদু রোডের ১নং রেলগেট এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজশিক্ষক জিয়াউদ্দীন জাকারিয়াকে হত্যা করে। তারা জাকারিয়ার মৃত্যু নিশ্চিত করে ৪/৫টি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।’

জিয়া উদ্দীন জাকারিয়ার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর