thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

দুর্বৃত্তদের হামলায় সাইদীর মামলার সাক্ষীর মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১০ ০৩:০৮:৫৬
দুর্বৃত্তদের হামলায় সাইদীর মামলার সাক্ষীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্বৃত্তদের হামলায় আহত মানবতাবিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মুস্তফা হাওলাদার মারা গেছেন। সোমবার রাত পৌঁনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মুস্তফা হাওলাদার ছিলেন দেলওয়ার হোসেন সাইদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী।

তিনি পিরোজপুর জেলার জিয়ানগর থানার উঘলাবুনিয়া গ্রামের বাসিন্দা।

বিভিন্ন সূত্রে জানা যায়, ৭ ডিসেম্বর রাত দুইটায় দুর্বৃত্তরা মুস্তফা হাওলাদারের ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৮ ডিসেম্বর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর সোমবার গভীর রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ঢাকা মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউতে) ছিলেন।

নিহতের স্ত্রী হাসিনা বেগম অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাইদীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার কারণে সাইদীর সমর্থকরা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক মুস্তফা হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর