thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা বন্ধের ঘোষণা

২০১৩ ডিসেম্বর ১০ ০৬:১৬:৩৭
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা বন্ধের ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় মালিকানাধীন ‘রিয়া নভোস্তি’ নামক সংবাদ সংস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে একটি ফরমানের মাধ্যমে সোমবার তিনি এই আদেশ জারি করেন। খবর আল জাজিরার।

ওই ফরমানে পুতিন উল্লেখ করেছেন, রিয়া নভোস্তির পরিবর্তে ‘রোস্সিয়া সেগোদনিয়া’ বা ‘রাশিয়া টুডে’ নামে আরেকটি সংবাদ সংস্থা চালু করা হবে।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফরমানে আরও বলা হয়েছে, নতুন এই সংস্থার কাজ হবে বর্হিবিশ্বে রাশিয়ার নীতি ও মানুষের জীবনযাত্রা তুলে ধরা।

এদিকে ‘রাশিয়া টুডে’র প্রধান হিসেবে বিতর্কিত দিমিত্রি কিসেলইয়ভকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কিসেলইয়ভ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সমকামী বিরোধী, মার্কিন বিরোধী ও ভিন্নমতাদর্শ বিরোধী হিসেবে সুপরিচিত।

কিসেলইয়ভ বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বর্হিবিশ্বে রাশিয়ার ভাবমূর্তি প্রতিষ্ঠা করা হবে এই প্রতিষ্ঠানের কাজ। আর এই লক্ষ্যে আমি নতুন প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করব।’

রাশিয়ার একজন বিরোধী নেতা একটি ব্লগে লেখেন, ‘এই খবরটা যখন প্রকাশিত হল, সবাই ভাবল এটা হয়ত তামাশা। কিন্তু না, এটা কোনো তামাশা নয়।’

এদিকে ক্রেমলিন সমালোচকরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি পুতিন প্রশাসনের নেওয়া অন্যতম একটি ক্ষতিকর সিদ্ধান্ত।

‘রিয়া নভোস্তি’ একটি উল্লেখযোগ্য সংবাদ সংস্থা হিসেবে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা পালন করে আসছিল। তবে বিশ্লেষকরা সরকারের এ ধরনের পদক্ষেপকে দেশটিতে সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের একটি অংশ হিসেবে দেখছেন।

(দ্য রিপোর্ট/আদসি/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর