thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চুয়াডাঙ্গার পেট্রোল বোমায় ৬ জন অগ্নিদগ্ধ

২০১৩ ডিসেম্বর ১০ ০৭:০৩:৩৬
চুয়াডাঙ্গার পেট্রোল বোমায় ৬ জন অগ্নিদগ্ধ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : আলমডাঙ্গার হাপানিয়া গ্রামে সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় ৬ জন দগ্ধ হয়েছে। আগুন ঝলসে যাওয়া ৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- হাপানিয়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে খোকন (৩০), গোলাম মোস্তফার ছেলে আতিউল্লাহ (২০), মরহুম মোহাম্মদ আলীর ছেলে ইনতাবুল হক (২৫), খোয়াজ আলীর ছেলে মিনারুল (২৭), ইয়াজউদ্দীন মণ্ডলের ছেলে হাসিবুল (২৯) ও ইদু মণ্ডলের ছেলে আব্দুর গফুর (২৮) ।

অগ্নিদগ্ধরা জানান, হাপানিয়া গ্রামের জনৈক বেল্টুর চায়ের দোকানে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ১০/১২ জন বসে গল্প করছিল। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এ সময় বোমার আগুন ঝলসে যান তারা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিন জানান, ‘বোমার আগুনে অগ্নিদগ্ধ ৬ জনের শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে ঝলসে গেছে।’

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘দোকানে আগুন দেওয়া হয়েছে, এটি সঠিক। সেখানে শুধু দোকানের মালামাল ক্ষতিগৃস্ত হয়েছে, কিন্তু কেউ অগ্নিদগ্ধ হননি।’

(দ্য রিপোর্ট/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর