thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মিশরে বিক্ষোভে আটক ১৪৪

২০১৩ ডিসেম্বর ১০ ০৭:৩৮:০০
মিশরে বিক্ষোভে আটক ১৪৪

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কায়রোয় সোমবার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সহিংস সংঘর্ষের ঘটনায় দেশটির পুলিশ ১৪৪ জনকে আটক করেছে।ওই ঘটনায় পাঁচজন আহত হয়েছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালটিতে সংঘর্ষে একজন ছাত্রের বুকে গুলি লাগে।ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ছুড়েছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় ও তাদের দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান মাহমুদ সুবেইহা বলেন, ‘বিক্ষোভ থামানোর জন্য আমি সোমবার পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে বলেছি।’

মুসলিম ব্রাদারহুডের নেতা মোহামেদ বাদিকে প্রথমবার আদালতে হাজির করার পর এই সংঘর্ষের ঘটনা ঘটল।

এদিকে রবিবারও মুরসি সমর্থক ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল। তাদের ২১ জন সহপাঠীকে বিচারের মুখোমুখি করার প্রতিবাদে তারা ওই বিক্ষোভ করে।

দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ছাত্ররা সেপ্টেম্বর থেকেই বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

(দ্য রিপোর্ট/আদসি/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর