thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চাটমোহরে সাংবাদিক টিপুর ইন্তেকাল

২০১৩ ডিসেম্বর ১০ ০৯:৫৩:১০
চাটমোহরে সাংবাদিক টিপুর ইন্তেকাল

চাটমোহর (পাবনা) সংবাদদাতা : মৃত্যুর সঙ্গে ৬ দিন যুদ্ধ করে হেরে গেলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি চাটমোহর পৌর সদরের নতুনবাজার মহল্লার টিপু সুলতান কাঞ্চন (৪২)। তিনি মরহুম একেএম মুজিবুর রহমানের ছেলে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টিপু সুলতান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি ব্রেইন স্ট্রোক হয় টিপু সুলতানের। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন টিপু। দুর্ঘটনার পর থেকে তার মাথায় রক্তক্ষরণ হলে ঢাকা গ্রিন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।

বুধবার থেকে সিসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। টিপুর মৃত্যুর খবর চাটমোহরে পৌঁছলে তার পরিবার, চাটমোহরে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার বাদ জোহর শালিখা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে বৃ-গুয়াখড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/এসএইচএম/এফএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর