thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শার্শায় পানির দামে বিক্রি হচ্ছে সবজি

২০১৩ ডিসেম্বর ১০ ১০:৪৩:২৪
শার্শায় পানির দামে বিক্রি হচ্ছে সবজি

বেনাপোল (যশোর) সংবাদদাতা : শার্শার কৃষকরা ক্রেতার অভাবে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না। ফলে পানির দামে বিক্রি হচ্ছে কৃষকদের উৎপাদিত সবজি। বাজারে ঘুরে দেখা গেছে, কৃষকরা কপি, বেগুন এনে মাথায় হাত দিয়ে বসে আছেন ক্রেতার অভাবে।

বেনাপোল বাজারে বেগুন নিয়ে বসে থাকা কৃষক আতাউর রহমান জানান, হরতাল-অবরোধের কারণে তাদের ফসল বাজারে আনলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না।

এদিকে বেনাপোলের বাহাদুরপুর গ্রাম থেকে আসা শামছুর মোল্যা জানান, তিনি তিন বিঘা জমিতে ফুলকপি লাগিয়েছেন কিন্তু হরতাল-অবোরোধের কারণে বাজারে যা বিক্রি হচ্ছে তাতে তার উৎপাদন খরচ উঠবে না। বাজারে এনে পানির দামে সবজি বিক্রি করতে হচ্ছে।

বাইরে থেকে পাইকাররা না আসায় আড়তগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে। প্রতিদিন ১০-১২ ট্রাক সবজি বিক্রি হয় পাইকারি বাজারে। অথচ এখন এক ট্রাক সবজিও বিক্রি হচ্ছে না। তাদের ক্ষেতের ফসল এনে খুচরা ক্রেতাদের কাছে পানির দামে বিক্রি করতে হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর