thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের শুরু

২০১৩ ডিসেম্বর ১০ ১১:৪১:২৩
ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। দিনের প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণও তুলনামূলক বেশি।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৯৭ কোটি ১৬ লাখ ৫৭ হাজার টাকা।

সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮৯ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৬৪৭ কোটি ৩৬ লাখ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৩৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর