thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ঢাকার পথে ওয়েস্টইন্ডিজ যুবারা

২০১৩ ডিসেম্বর ১০ ১২:১৪:৪৬
ঢাকার পথে ওয়েস্টইন্ডিজ যুবারা

চট্টগ্রাম সংবাদদাতা : রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নিরাপত্তার অভাব দেখিয়ে ম্যাচ বাতিল করা ওয়স্টইন্ডিজের খেলোয়াড়রা সকাল ৯টায় চট্টগ্রাম ত্যাগ করেছে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ য ম নাসির উদ্দীন জানিয়েছেন, ‘সকাল ৭টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খেলোয়াড়দের শাহ আমানত বিমানবন্দরে নেওয়া হয়েছে।’ সফরকারীদের চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার খবরটিও তিনি নিশ্চিত করেছেন।

শনিবার গভীর রাতে হোটেলের অদূরে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে ক্যারিবীয় খেলোয়াড়রা ভীত হয়ে পড়ে। এ কারণে তারা মাঠে যেতে অস্বীকৃতি জানায়। সোমবার ম্যাচটি এই কারণে বাতিল হয়ে গেছে।
এর আগে বিসিবির পক্ষ থেকে অবশ্য নিরাপত্তা বিষয়ে একটি প্রতিবেদন ওয়েস্টইন্ডিজ দলের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছিল। তারা এতে সন্তোষ প্রকাশ করেছিলেন।
সর্বশেষ সোমবার রাত পর্যন্ত বিসিবি চেষ্টা চালিয়ে গেছে তাদের সিদ্ধান্ত বদলানোর।
(দ্য রিপোর্ট/কেএইচ/শাহ/এমআই/ ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর