thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মেক্সিকোতে আট অপহৃতের লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ১০ ১২:৫১:০৪
মেক্সিকোতে আট অপহৃতের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো প্রদেশের একটি মহাসড়ক থেকে অপহৃত আট ব্যক্তির মৃহদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মৃতদেহ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্সের।

নিহতরা প্রত্যেকেই একে অপরের আত্মীয়। স্বজনরা তাদের মৃতদেহ শনাক্ত করেছে। কয়েকটি খণ্ডিত দেহ প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

কর্তৃপক্ষ নিখোঁজ আরো তিনজনের সন্ধান করছে। গত বৃহস্পতিবার একটি দল থেকে তাদের অপহরণ করা হয়।

গুয়েরেরো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ প্রদেশ। এ প্রদেশ থেকেই সহজে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হয়। এছাড়া অপহরণ ও চাঁদাবাজিও এ রাজ্যে ব্যাপক হারে বেড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার এ রাজ্যে সেনা মোতায়েন করেছে।

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর