thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অনাদায়ী ক্ষতি নিয়ে ডিএসই-ব্যাংক ব্রোকারদের বৈঠক

২০১৩ ডিসেম্বর ১০ ১৩:১৯:৪৪
অনাদায়ী ক্ষতি নিয়ে ডিএসই-ব্যাংক ব্রোকারদের বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের সময় বাড়ানোর বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে বৈঠকে বসেছে ব্যাংক ব্রোকাররা। মঙ্গলবার দুপুর আড়াইটায় ডিএসইর সম্মেলন কক্ষে উভয়পক্ষের মধ্যে বৈঠক বসে।

এ বিষয়ে ডিএসইর সহসভাপতি মিজানুর রহমান খান দ্য রিপোর্টকে বলেন, ‘ব্যাংক ব্রোকারদের সঙ্গে আজ দুপুরে বৈঠক আছে। বৈঠকে ব্যাংক ব্রোকারদের পুর্নমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে।’

গত ৩ ডিসেম্বর ব্যাংক ব্রোকারদের দাবির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ডিএসইর সাক্ষাতে এ বিষয়ে নমনীয় হওয়ার আশ্বাস দেন গভর্নর।

এরই ধারাবাহিকতায় ব্যাংক ব্রোকারদের পক্ষ থেকে সঞ্চিতি সংরক্ষণের সময়সীমা আরও এক বছর বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হতে পারে বলে ডিএসইর এক পরিচালক দ্য রিপোর্টকে জানান।

এর আগে গত ১৮ নভেম্বর বিকেলে ডিএসইতে অনুষ্ঠিত এক বৈঠকে আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছিল ব্যাংক ব্রোকাররা। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ২২টি ব্যাংক ব্রোকারের ৫ হাজার ১৯৬ কোটি টাকা আনরিয়েলাইজড লস রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রভিশন সংরক্ষণের বিশেষ নির্দেশনা (২০ শতাংশ) পালন করতে হবে। কিন্তু ২২টি ব্যাংক ব্রোকার এ শর্ত পরিপালনে সক্ষম হয়নি। এ প্রেক্ষাপটে ব্যাংক ব্রোকাররা আনরিয়েলাইজড লসের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের বিশেষ সুবিধা আরও দু’বছর বাড়ানোর দাবি জানায়।

(দ্য রিপোর্ট/এনটি/শাহ/এইচকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর