thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘অটো প্রমোশনের সুযোগ নেই’

২০১৩ ডিসেম্বর ১০ ১৩:২৩:২৩
‘অটো প্রমোশনের সুযোগ নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়ে অটো প্রমোশনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সচিবালয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অনেকে বলছেন, অবরোধের কারণে বার্ষিক পরীক্ষা না নিতে পারায় এবার অটো পাস করিয়ে দেওয়া হবে। এটা বিভ্রান্তিমূলক প্রচারণা। এমন কোন চিন্তা আমাদের নেই, এর প্রয়োজনও নেই।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ঝুঁকি, চাপ, কষ্ট হলেও বার্ষিক পরীক্ষা শেষ করা হবে। ফলাফলও দেওয়া হবে। পরীক্ষা না দিয়ে পাস করার কোন নজির আমরা রাখতে চাই না।

নাহিদ বলেন, গ্রামাঞ্চলের বার্ষিক পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। ঢাকার স্কুলগুলোর পরীক্ষা নিয়ে উদ্বিগ্নতা বেশি। ঢাকায় মাধ্যমিকের ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে ২৪টি সরকারি প্রতিষ্ঠানের দুই-একটি বাদে সব পরীক্ষা শেষ হয়ে গেছে। এ ছাড়া ৪০টি স্কুলের মধ্যে কোন কোন স্কুলের সর্বোচ্চ চারটি পরীক্ষা বাকি আছে।

ভিকরুননিনা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং গুলশান স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা অর্ধেকের মতো শেষ হয়েছে। তারাও শেষ করতে পারবেন বলে জানিয়েছেন।

অরবোধ চলতে থাকলে পরীক্ষা কিভাবে শেষ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সব স্কুল তাদের নিজস্ব কৌশলে পরীক্ষা শেষ করবে। সবকিছু আমরা বলতে চাই না। ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলগুলো ভর্তি কার্যক্রম চালাবে। এজন্য নীতিমালা করে দেওয়া হয়েছে। নীতিমালা না মানলে স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এবারো শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারির মধ্যে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের ওপর আস্থা রাখতে পারেন। এবারো শিক্ষাবর্ষের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে।

বর্তমানে বিরোধী দল আন্দোলনের নামে সন্ত্রাস করছে জানিয়ে তিনি বলেন, এর থেকে আমাদের ছেলেমেয়ে, অভিভাবক, শিক্ষক কেউ নিরাপদ নয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/শাহ/এসবি/ডিসেম্বর ১০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর