thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

জামিনে মুক্ত আইপিএল স্পট ফিক্সার

২০১৩ ডিসেম্বর ১০ ১৩:২৫:০৮
জামিনে মুক্ত আইপিএল স্পট ফিক্সার

দ্য রিপোর্ট ডেস্ক : জামিনে মুক্তি পেয়েছেন আইপিএল স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত মোহাম্মদ শাকিল আমির। দিল্লি কোর্টের অতিরিক্ত বিচারক ধর্মেশ শর্মা মঙ্গলবার এ জামিন আবেদন মঞ্জুর করেছেন।

প্রসিকিউশন অবশ্য এই জামিন আবেদনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। বলা হয়েছে আমির অন্যায়ভাবে কোন কোন খেলোয়াড়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনতেন। কিন্তু আদালত তাকে মুচলেকা ও বিভিন্ন শর্তের বিনিময়ে জামিন দিয়েছেন।

স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত আমির গত ২৮ নভেম্বর থেকে জেলহাজতে ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই দিল্লি পুলিশ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার সহযোগী ছোট শাকিলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছিল। অভিযোগে তাদের দুইজনকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে।

৬০০০ পৃষ্ঠার ওই চার্জশিটে শ্রীশান্ত, অজিত চান্দিলা এবং আঙ্কিত চাভানের নামও ছিল। তারা আইপিএল-৬ তে ফিক্সিংয়ের দায়ে ৩৯টি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমআই/শাহ/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর