thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ আটক ২

২০১৩ ডিসেম্বর ১০ ১৩:৩৯:১৯
টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজার সংবাদদাতা : টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ইয়াবা পাচারকারীর নাম মোহাম্মদ সাজেদ হোসেন ও মোহাম্মদ জাবের। মঙ্গলবার সকাল ৯টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক সাজেদ টেকনাফ পৌরসভার কে কে পাড়ার মোহাম্মদ হোসেনের এবং হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার হোসেন আহমদের ছেলে।

টেকনাফের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দমদমিয়া চেকপোস্টের বিজিবির সদস্যরা ওইসব ইয়াবাসহ তাদের আটক করে।

তিনি আরও জানান, ইয়াবা পাচারের অভিযোগে মোহাম্মদ সাজেদ হোসেন ও মোহাম্মদ জাবেরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএ/শাহ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর