thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

গুলশান ও বনানীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, আটক ২

২০১৩ অক্টোবর ২৪ ১০:৪৪:৫৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
গুলশান ও বনানীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, আটক ২
দিরিপোর্ট২৪, প্রতিবেদক : রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও বনানীতে যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্রশিবির। গুলশানে আগুন দেওয়ার চেষ্টাকালে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গুলশান থানাধীন সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের বিপরীত দিকে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। এ সময় তারা চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থল থেকে পুলিশ শাহাবুদ্দিন আহমেদ ও মেহেদি হাসান নামে দুই শিবিরকর্মীকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দিরিপোর্ট২৪কে বলেন, ভোরের দিকে শিবিরকর্মীরা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টাকালে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ বাধা দেয়। পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, ভোর সাড়ে ৫টা দিকে বনানী থানা যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে শিবিরকর্মীরা। আগুনে কার্যালয়ের অধিকাংশ অংশই পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী যুবলীগকর্মী সুপন দিরিপোর্ট২৪কে অভিযোগ করে জানান, ভোরে হঠাৎ করে শিবিরকর্মীরা সরকারবিরোধী মিছিল করতে করতে যুবলীগ অফিসে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/এস/এএস/জেএম/অক্টোবর ২৪, ১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর