thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়াল

২০১৩ ডিসেম্বর ১০ ১৩:২৮:০৪
ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়াল

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে মঙ্গলবার। এদিন প্রধান সূচকও বেড়েছে। সোমবার সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে তুলনামুলক বেশি ছিল।

মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪২৮৯ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন হয় ৬৪৭ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ মঙ্গলবার লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৪৬ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেন হয় ৭৬ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৫৩ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর