thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শিবিরের অর্থদাতাদের তালিকা পুলিশের হাতে

২০১৩ ডিসেম্বর ১০ ১৫:১৪:৪৩
শিবিরের অর্থদাতাদের তালিকা পুলিশের হাতে

সিলেট অফিস : সিলেটে ছাত্রশিবিরের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ বই, সাংগঠনিক কাগজপত্র, কর্মপরিকল্পনার বই, লিফলেট ও তাদের অর্থের যোগানদাতাদের তালিকা উদ্ধার করেছে পুলিশ।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, মঙ্গলবার ১০টার দিকে সকালে নগরীর আম্বরখানাস্থ দর্শনদেউড়ী এলাকার পায়রা-৮২নং বাসার তৃতীয় তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।

তিনি জানান, এ সময় বিপুল পরিমাণ বই, সাংগঠনিক কাগজপত্র, কর্মপরিকল্পনার বই, লিফলেট ও তাদের অর্থের যোগানদাতাদের একটি তালিকার সন্ধান পায় পুলিশ। এ সময় বাসায় কাউকে পাওয়া যায়নি। তাদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

তবে অর্থের যোগানদাতাদের গ্রেফতার করতে আপাতত কোনো তথ্য দিচ্ছে না পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব বলেন, ছাত্রশিবিরকে আইনজীবী, চিকিৎসক, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন অর্থের যোগান দিচ্ছেন। কয়েক শত ব্যক্তি তাদের অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমজে/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর