thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিজয় দিবসে জিটিভির আয়োজন

২০১৩ ডিসেম্বর ১০ ১৫:১৩:৪৪
বিজয় দিবসে জিটিভির আয়োজন

দ্য রিপোর্ট ডেস্ক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজী টেলিভিশন (জিটিভি) বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

এ দিন সকাল ১১টা ৪০মিনিটে প্রচারিত হবে নারায়ন ঘোষ মিতা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘আলোর মিছিল’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফারুক, ববিতা, রাজ্জাক, সুজাতা প্রমূখ।

বিকাল ৩টা ৪৫মিনিটে প্রচার হবে অরিন্দম মূখার্জি বিংকুর প্রযোজনায় মুক্তিযুদ্ধ ও বিজয়ের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তাক্ত পংক্তিমালার গান’।

বিকাল ৪টা ২৫মিনিটে প্রচার হবে রোকেয়া প্রাচীর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘বিজয়ে বীর প্রতীক’। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্নেল সাজ্জাদ জহির (বীর প্রতীক)। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা।

রাত ৮টায় প্রচার হবে রবিশঙ্কর মৈত্রীর গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘বিজয় বাংলাদেশ’। এতে থাকবে মুক্তিযুদ্ধের চিঠি পাঠ, চলচ্চিত্র ও নাটকে মুক্তিযুদ্ধ, বিজয় প্রামাণ্য, মুকাভিনয়, আবৃত্তি ও নৃত্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটন হাফিজ।

রাত ৯টা ৩৫মিনিটে প্রচার হবে নাসির উদ্দিন ইউসুফের উপস্থাপনায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্ত জাহিদ।

রাত ১১টা ৫মিনিটে প্রাচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম’। কমল চাকমার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা ও ঝুনা চৌধুরী প্রমূখ।

(দ্য রিপোর্ট/রা/আইএফ/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর