thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

সোনম-আয়ুস্মানের ‘বেয়াকুফিয়া’

২০১৩ অক্টোবর ০৫ ১২:৪০:১৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সোনম-আয়ুস্মানের ‘বেয়াকুফিয়া’
দি রির্পোট২৪ প্রতিবেদক : সোনম কাপুর ‍ও আয়ুস্মান খুরানার নতুন ছবির নাম ঠিক হয়েছে। নূপুর আস্থানা পরিচালিত ছবিটির নাম ‘বেয়াকুফিয়া’।

২০১৪ সালের ১২ মার্চ মুক্তি পাবে রোমান্টিক ঘরানার এ ছবিটি।

ছবির নাম এমন কেন- এ প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, “আমরা কোনো টাইটেল ছাড়াই ছবিটির শুটিং শুরু করি। ছবির সংগীত কম্পোজার রাঘু দিক্ষিতের ‘বেয়াকুফিয়া’ গানটি শোনার পর আমরা এ নামটি চূড়ান্ত করি। কারণ ছবিটির কাহিনীর সঙ্গে নামের মিল রয়েছে। ‘বেয়াকুফিয়া’ গানটির কথা লিখেছেন অমৃতা দত্ত।”

নূপুর আস্থানা আরো জানান, এখানে দেখানো হবে কীভাবে ভোগবাদী লাইফস্টাইল আমাদের মধ্যকার সম্পর্কগুলোকে প্রভাবিত করে। মানুষ ভুল করে। কিছু কিছু সম্পর্কে ভুল না করলে তা অসম্পূর্ণই থেকে যায়। এটাও তুলে ধরা হবে ছবিতে।

ছবিতে আয়ুস্মান খুরানার অংশটুকুর শুটিং শেষ হলেও সোনমের শুটিংয়ের কিছু অংশের দৃশ্যধারণ বাকি। মুম্বাই ও দুবাইয়ে দৃশ্যধারণ করা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

(দ্যারিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর