thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘রাস্তায় নামলে সংসদে বসতে পারবেন না’

২০১৩ ডিসেম্বর ১০ ১৫:৪২:০১
‘রাস্তায় নামলে সংসদে বসতে পারবেন না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইচ্ছেমতো রাজনীতি করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চলমান রাজনৈতিক সঙ্কটময় মুহূর্তে ব্যাংক, বীমা তৈরি পোশাক শিল্পসহ সবাইকে কাঁধে কাঁধ রেখে এক সঙ্গে কাজ করতে হবে। গত এক বছরে দেশের নৈরাজ্যকর রাজনৈতিক পরিস্থিতির কারণে পোশাক খাতের প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় পৌঁছেছে।

বিজিএমইএ ভবনে মঙ্গলবার দেশের সাম্প্রতিক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং তৈরি পোশাক শিল্পে এর প্রভাব নিয়ে ব্যাংকারদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প মালিকসহ দেশের প্রায় সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সভায় বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান বলেন, ‘চলমান রাজনৈতিক অবস্থায় আমরা আর পারছি না। এ অবস্থায় আমরা মালিকরা মানববন্ধন করে সরকারকে ব্যবসায়ীদের অবস্থান জানিয়েছি। পরিস্থিতির উন্নয়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। ব্যবসায়ীরা রাস্তায় নেমে এলে রাজনীতিবিদরা আর সংসদে বসতে পারবেন না।’

আনিসুল হক বলেন, ‘বর্তমান সঙ্কটময় মুহূর্তে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াবার সময় এসেছে। ৯০ দশকে আমরা বলেছি, নতুন করে স্বাধীনতা পেয়েছি। গণতন্ত্রের কথা বলেছি। কিন্তু এখন আমরা একটি অগ্নিগর্ভে বসে আছি। আমরা কারখানা চালাতে পারছি না। শ্রমিকরা কারখানায় আসতে পারছে না। খাবার কেনা ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছে না। এমনকি হাসপাতালে মানুষ যাচ্ছে না। সারাদেশ যে ভাবে জ্বলছে। অর্থনীতি যেভাবে পুড়ছে। তা চলতে থাকলে রাজনীতিবিদদের কী হবে জানি না। তবে অর্থনীতি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমরা জ্বলে গেলে ব্যাংক জ্বলবে, বীমা জ্বলবে, বেসরকারি খাত জ্বলবে।’

‘এ প্রেক্ষাপটে রাজনীতিবিদরা আমাদের রাস্তায় নামিয়েছেন। এ অবস্থায় শুধু পোশাক শিল্প নয়, সব শিল্পকারখানা এক সঙ্গে ব্যাংকারদের দিকে তাকিয়ে আছে’ বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া দরকার। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। যারা নির্বাচনী ইশতেহারে আগামীতে হরতাল, অবরোধ ও জ্বালাও-পোড়াও করবে না বলে অঙ্গীকার করবেন আমরা ব্যবসায়ীরা তাদের পক্ষে থাকব।’

আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বর্তমান রাজনৈতিক অবস্থা গত এক বছর ধরে চলছে। এর মধ্যে আমাদের রফতানি প্রবৃদ্ধি নেগেটিভ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থা মোকাবিলা করে আমাদের বাঁচতে হবে। এজন্য আমাদের কাঁধে কাঁধ রেখে এক সঙ্গে কাজ করতে হবে।’

আনিসুর রহমান সিনহা বলেন, ‘রানা প্লাজার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আর পারছি না। অর্থনীতি ভেঙে পড়েছে। এটা বহন করতে পারছি না। অনিতিবিলম্বে এ রাজনৈতিক পরিস্থিতির সমাধান করতে হবে।’

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিজিএমইএ’র পক্ষ থেকে ব্যাংকগুলোর কাছে যে সহায়তা চেয়েছে তা খুব যৌক্তিক। এ অবস্থায় তাদের পাশে এগিয়ে না আসলে মোনাফেকি হবে। তাদের দাবিগুলো ব্যাংকের বিবেচনা করা উচিত। তাদের দাবি করা চার মাসের বেতন দেওয়া কোনো সমস্যা নয়। ব্যাংকগুলোকে এমন এক ব্যবস্থা নিতে হবে, যাতে ভালোরা আরও ভালো করে।’

(দ্য রিপোর্ট/এআই/নূরু/এনডিএস/ডিসেম্বর ১০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর