thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

বার্সার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন

২০১৩ ডিসেম্বর ১০ ১৬:২২:০৭
বার্সার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের (এইচ) শেষ খেলায় বুধবার সেলটিকের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে স্পেনের ক্লাব বার্সেলোনা। খেলায় গ্রুপ চাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে গেরার্দো মার্তিনোর দল। কাম্প ন্যুতে ২ দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

ইনজুরিতে থাকায় বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক ভিক্টর ভালদেস ও মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। ৩ ফুটবলার ইনজুরিতে থাকলেও চিন্তিত হওয়ার কিছু নেই কোচ গেরার্দো মার্তিনোর।

ছন্দে রয়েছেন দলের তরুণ তুর্কী ব্রাজিলের নেইমার ও চিলির সানচেজ। এই ২ জন ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পেনের মিডফিল্ডার জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তা। তাদের দলে যুক্ত হওয়া নিঃসন্দেহে শক্তি বাড়াবে বার্সার।

গ্রুপের শীর্ষ দল হিসেবে ভালো অবস্থায় রয়েছে বার্সা। তাদের পরই আছে ইতালির ক্লাব এসি মিলান। তবে বার্সার মূল লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে যাওয়া। সে লক্ষ্যকে ঘিরেই ঘরের মাঠে রণকৌশল তৈরি করছেন কোচ মার্তিনো।

গত বছর স্কটিশ ক্লাব সেলটিক কাম্প ন্যুতে এসেছিল। কিন্তু জয়ের দেখা পায়নি। স্বাগতিকদের কাছে হেরেছিল ২-১ গোলে। অতীত ভেবে চিন্তিত নন ক্লাবটির ফুটবলাররা। ঘরোয়া লিগে ১৭ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে। তার পরও বার্সার বিপক্ষে ভালো খেলারই প্রত্যাশা করছে তারা।

সেলটিকের ম্যানেজার নেইল লেনন বলেছেন, ‘গত ৩ ম্যাচে তাদের বিপক্ষে ভালো খেলেছে দল। বার্সার মাঠে খেলা হলেও আশা করি ভালো করবো আমরা।’

(দ্য রিপোর্ট/সিজি/নূরু/এমআই/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর